মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানকে ১০০ কোটি রিয়াল দেয়ার ঘোষণা সৌদি আরবের
মুসলিম বিশ্ব ডেস্ক 19 December, 2021 09:27 PM
আফগানিস্তানে মানবিক সহায়তা হিসাবে ১০০ কোটি রিয়াল (বাংলাদেশী মুদ্রায় ২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি) দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। রোববার (১৯ ডিসেম্বর) অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে এই ঘোষণা দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।
ইসলামাবাদে ওআইসি সম্মেলনে ভাষণ দেয়ার সময় আফগানিস্তানের জন্য ১০০ কোটি রিয়াল মূল্যের সাহায্যের ঘোষণা দিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান ইস্যুকে অবশ্যই মানবিক ভিত্তিতে দেখা উচিত এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির নারী ও শিশুরা সহ সবাই ভুগছে।
ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা আফগানিস্তানে শান্তি চাই। ‘আফগানিস্তানের অর্থনৈতিক সঙ্কট আরও গুরুতর হতে পারে, সেখানকার মানুষ আমাদের সাহায্যের জন্য উন্মুখ।
আফগানিস্তানে মানবিক সঙ্কট এবং অর্থনৈতিক পতন রোধে একটি যৌথ কৌশল তৈরি করার জন্য পাকিস্তান ওআইসি-এর পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি শক্তিশালী দেশগুলোর প্রতিনিধিদের বিশেষ বৈঠকের আয়োজন করেছে।