| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব বিদেশি সাহায্য ছাড়াই বাজেট তৈরি করল তালেবান সরকার


বিদেশি সাহায্য ছাড়াই বাজেট তৈরি করল তালেবান সরকার


মুসলিম বিশ্ব ডেস্ক     18 December, 2021     02:52 PM    


তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর ব্যাপক খাদ্য অনিরাপত্তার মুখে পড়েছে আফগানিস্তান। সেই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশি সাহায্য ছাড়াই তালেবান সরকারের অধীন দেশটির অর্থ মন্ত্রণালয় জাতীয় বাজেটের খসড়া প্রস্তুত করেছে। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দশকের মধ্যে এই প্রথম তালেবান শাসনে কোনো বাজেট ঘোষণা আসতে যাচ্ছে। আর তাতে কোনো ধরনের বিদেশি সহায়তা থাকছে না।

জানা গেছে, গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতা গ্রহনের পর পশ্চিমা দেশ ও দাতা সংস্থাগুলো আফগানিস্তানে আর্থিক সহায়তা স্থগিত করে দেয়। এছাড়া কোনো কোনো দেশ এসব সহায়তা একেবারে বন্ধ করে দেয়। 

এর বাইরেও বিদেশে থাকা আফগানিস্তানের রিজার্ভও আটকে দেওয়া হয়েছে। সেই মুহূর্তে বিদেশি সহায়তা ছাড়াই বাজেট ঘোষণার বিষয়টিকে অকল্পনীয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অথচ সেটিই করেছে তালেবান প্রশাসন।

খসড়া বাজেটটি প্রস্তুত করার বিষয়টি প্রকাশ করেছেন আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ ওয়ালি হাকমাল। যদিও এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: এএনআই