| |
               

মূল পাতা সোশ্যাল মিডিয়া হ্যাকারদের থেকে টুইটার অ্যাকাউন্ট রক্ষায় ১০ পরামর্শ


হ্যাকারদের থেকে টুইটার অ্যাকাউন্ট রক্ষায় ১০ পরামর্শ


রহমত ডেস্ক     14 December, 2021     06:24 AM    


আজকাল আমরা অনেক অ্যাপ্লকেশন ব্যবহার করি। প্রয়োজনীয় অ্যাপস, স্যোশাল নেটওয়ার্ক মিডিয়া ইত্যাদি। কিন্তু অনেক সময় কিছু অ্যাপ ব্যবহার করতে গিয়ে হ্যাকরাদের হামলার শিকার হতে হয়। আজ সকালেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। 

যদি আপনার টুইটার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার জেনে নেওয়া উচিত কীভাবে হ্যাকারদের হাত থেকে অ্যাকাউন্ট রক্ষা করা উচিত। এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্ট ভেরিফিকেমণ ব্যবহার করা। এছাড়া আর বেশ কিছু অপশন রয়েছে যার মাধ্যমে টুইটার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা যায়। 

চলুন দেখে নেই টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে রক্ষার ১০ উপায়
১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার। তবে মনে রাখবেন এ পাসওয়ার্ড অন্য কোথায়ও ব্যবহার করবেন না। 
২. টু ফ্যাক্টর ভেরিফিকেশন ব্যবহার। 
৩. বৈধ ফোন নম্বর এবং ই-মেইল ব্যবহার করা। যাতে দ্রুত পাসওয়ার্ড রিসেট করা যায়। 
৪. টুইটারে লগইন করার সময় লক্ষ্য করুন twitter.com ঠিক আছে কিনা। অনেক সময় হ্যাকাররা কাছাকাছি শব্দ দিয়ে অনেক কিছু বানাতে পারে। আপনার তথ্য হাতিয়ে নেওয়ার জন্য। 
৫. কখন ফলোয়ার বাড়ানো, ভেরিফাইড এবং অর্থ উপার্জনের জন্য তৃতীয় পক্ষের কাছে পাসওয়ার্ড এবং ইউজার নাম দিবেন না। 
৬. আপনার ব্যবহৃত কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং সব সময় অ্যাপডেট সফটওয়্যার ব্যবহার করুন। 
৭. মনে রাখবেন টুইটার কখন আপনার কাছে ই-মেইলে পাসওয়ার্ড চাইবে না। 
৮. টুইটার সম্পর্কিত নতুন কোনো বার্তা সম্পর্কে সতর্ক থাকুন। 
৯. ই-মেইলে টুইটার সম্পর্কিত কোনো মেইল আসলে যাচাই-বাছাই করুন। 
১০. অনেক টুইটার ব্যবহারকারী শর্ট লিংক ব্যবহার করে যেমন: bit.ly, TinyURL, এগুলো ব্যবহার না করাই ভালো। 

সূত্র: হিন্দুস্তান টাইমস