রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 December, 2021 01:39 AM
শ্রীনগরের কাছে একটি পুলিশ বাস লক্ষ্য করে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে শ্রীনগরের উপকণ্ঠে জিওয়ানে। সেখানে প্রচুর পুলিশ এবং সেনা ঘাঁটি রয়েছে। উচ্চ নিরাপত্তাযুক্ত এই জিওয়ানেরই পান্থ চকে পুলিশ বাস লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা।
জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, শ্রীনগরের পান্থা চক জেওয়ানে হঠাৎ করে পুলিশ বাস টার্গেট করে বন্দুকধারীরা। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি চালায় তারা। আর এই হামলায় ১৪ জন গুরুতর জখম হয়েছে বলে দাবি পুলিশের।
উল্লেখ্য, দিন দুই আগেই কাশ্মীরের বান্দিপোরায় একই রকম হামলার শিকার হন পুলিশ কর্মীরা। ১০ ডিসেম্বর বান্দিপোরার গুলশন চকে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বন্দুকধারীরা। গুরুতর আহত হন দুই জন।
/জেআর/