| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪


লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪


মুসলিম বিশ্ব ডেস্ক     13 December, 2021     11:28 AM    


লেবাননের বন্দর শহর টাইরে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে নিহতের জানাজার সময় গুলি চালানো হয়েছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। নিহতদের নিজেদের সদস্য বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানান, মরদেহ বহনকারী মিছিলটি শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ ভিড় লক্ষ্য করে গুলি চালানো শুরু হয়। তবে কে বা কারা গুলি চালিয়েছে ভিড়ের মধ্যে তা বোঝা যায়নি।

এর আগে, শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্যাম্পের ভেতরের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বিস্ফোরণে কমপক্ষে এক ডজন লোক আহত হন। এসময় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়। 

এনএনএ’র খবরে বলা হয়, ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে এ বিস্ফোরণ ঘটে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেন স্থানীয় এক বিচারক। পরে সেটি প্রত্যাখ্যান করে স্থানীয় সময় শনিবার হামাস এক বিবৃতিতে জানায়, বৈদ্যুতিক ত্রুটি থেকে শুক্রবার রাতে ওই বিস্ফোরণটি ঘটে। 

সূত্র: আরব নিউজ