রহমত ডেস্ক 06 December, 2021 08:38 PM
গণ অধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর বলেছেন, নোংরা দলবাজিতে দেশটা ভরে গেছে। তাই বিরোধী দলকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতেও তাদের বিবেকে বাধা দিচ্ছে না। এরকম একটা অসুস্থ রাজনৈতিক চর্চা এই বিনা ভোটের সরকার প্রসার ঘটাতে যাচ্ছে। যেখানে দেশের মানুষ ভোট দিতে পারে না। গণতন্ত্রের প্রক্রিয়া নেই। সেখানে আমরা বলছি, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসার ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।
আজ (৬ ডিসেম্বর) সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল-২০২১ উপলক্ষে ‘জাতি গঠনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।
নুরুল হক নুর বলেন, রাজনৈতিক সময়টা যেহেতু আমাদের জন্য প্রতিকূল, আমাদেরকেও সেই রণকৌশল ঠিক করে এগোতে হবে। কোনও ধরনের উসকানি, ঝামেলা ও ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আজকে আমরা যুব পরিষদের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছি। ইনশাল্লাহ, আমাদের মূল দলের নেতৃত্ব নির্বাচনে এবং যেকোনও সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে। আমরা জাতিকে দেখাতে চাই, মানুষকে দেখাতে চাই, আমারা গণতন্ত্রকামী, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই।
তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষ রাজনৈতিকভাবে অসচেতন। তারা যদি উপলব্ধি করতে পারে, তাদের ভোটে এমপি মন্ত্রী হয়, তাহলে এই ধরনের দানবীয় ফ্যাসিবাদ সরকার আমাদের ওপরে চেপে বসতে পারতো না। আমাদের কাজ হচ্ছে তাদের সচেতনতা সৃষ্টি করা। যদি সঠিক কর্মসূচি নিয়ে মানুষের কাজে যেতে পারি, তাহলে মানুষ আমাদের গ্রহণ করবে।