রহমতটোয়েন্টিফোর ডেস্ক 03 December, 2021 02:20 PM
হিমের শাড়ি জড়িয়ে এসেছে শীত। ভোরে শিশির পড়ে। কুয়াশায় ঢেকে যায় পথঘাট। শীতে কয়েক দফা শৈত্যপ্রবাহ হয় আমাদের দেশে। এ সময় হাড়কাঁপানো শীতে বাইরে বেরোনোই দায়। আবহাওয়া অফিস জানাল, এই মাসেই আসছে এই শীতের প্রথম শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ওই সভায় ডিসেম্বর মাসের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদ-নদীগুলোতে স্বাভাবিক পরিস্থিতি থাকতে পারে।
শীতে শৈত্যপ্রবাহের মাত্রা বেশি হলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এ সময় শীতকালীন রোগবালাইয়ের প্রকোপ বাড়তে পারে। তাই আগে থেকেই সচেতনতা ও শীতের পর্যাপ্ত গরম কাপড়ের প্রস্তুতি রাখা ভালো।
/জেআর/