মূল পাতা করোনাভাইরাস যেসব দেশে `ওমিক্রন' শনাক্ত
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 03 December, 2021 02:45 PM
করোনাভাইরাসের বহু রূপান্তরিত নতুন ধরনের নাম ওমিক্রন’। এটি এখন বিশ্ববাসীর জন্য আবারও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধরনটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ ইতোমধ্যে করোনার ‘আপাত ভয়াবহ’ এ ধরনের প্রকোপ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
আসুন, জেনে নিই, বিশ্বের কোন কোন দেশে করোনার নতুন এ ধরনটি ছড়িয়েছে।
• দক্ষিণ আফ্রিকা: গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। দেশটির প্রায় সব প্রদেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। এখন পর্যন্ত ৭৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• ইসরায়েল: দেশটিতে ৪ জনের ওমিক্রন নিশ্চিত হওয়া গেছে।
• সৌদি আরব: মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বুধবার প্রথম সৌদি আরবে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• যুক্তরাজ্য: এখন পর্যন্ত ২২ জনের ওমিক্রন সংক্রমণ নিশ্চিত হয়েছে।
• জার্মানি: দক্ষিণ আফ্রিকা থেকে মিউনিখ বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। পরে দেশটিতে আরও ৭ জনের এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে।
• নেদারল্যান্ডস: দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে ১৬ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• ডেনমার্ক: দক্ষিণ আফ্রিকা থেকে আগত ৪ জনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।
• বেলজিয়াম: একজনের ওমিক্রন ধরা পড়েছে।
• ইতালি: দেশটিতে ৯ জনকে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত পাওয়া গেছে।
• চেক প্রজাতন্ত্র: স্থানীয় গণমাধ্যমে একজনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে শনাক্তের তথ্য জানানো হয়েছে।
• হংকং: ওমিক্রন আক্রান্ত ৪ জন শনাক্ত হয়েছে।
• অস্ট্রেলিয়া: দেশটিতে ৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• কানাডা: দেশটিতে ৬ জনের এই ধরন শনাক্ত হয়েছে।
• অস্ট্রিয়া: দেশটির টাইরোলে দক্ষিণ আফ্রিকাফেরত একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আরও ৩০ জনকে এই ধরনে আক্রান্ত হিসেবে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
• ফ্রান্স: একজনকে এই ধরনে আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।
• পর্তুগাল: ১৩ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণের প্রমাণ মিলেছে।
• ব্রাজিল: দেশটিতে দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• জাপান: দু’জনকে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।
• নাইজেরিয়া: বুধবার দেশটি তিনজনের ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
• নরওয়ে: নরওয়েতে দুজনের ওমিক্রন ধরা পড়েছে।
• স্পেন: দেশটিতে দুজনকে এই ধরনে আক্রান্ত পাওয়া গেছে।
• সুইডেন: তিনজনের ওমিক্রন শনাক্তের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
• ভারত: দেশটির কর্ণাটক প্রদেশে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• বতসোয়ানা: আফ্রিকার এই দেশটিতে ১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• সুইজারল্যান্ড: প্রায় এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজনের ওমিক্রন ধরা পড়েছে।
/জেআর/