রহমত ডেস্ক 02 December, 2021 02:04 PM
নারায়ণগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা চলছে টানা ২০ দিন ধরে। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
গত কয়েকদিনের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।
স্থানীয়রা বলছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে সদস্য পদে বিপুল ভোটে হেরে যান মোশাররফ। আর হারের বদলা নিতেই চলছে হামলা ও সংঘর্ষ। মোশাররফ বাহিনীর তাণ্ডবে উপজেলার কায়েতপাড়ার নাওড়া গ্রামটি হয়ে উঠেছে আতঙ্কের জনপদ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
হামলাকারীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ