| |
               

মূল পাতা আন্তর্জাতিক তুরস্কে ভয়াবহ ঝড়, ৬ জনের প্রাণহানি


তুরস্কে ভয়াবহ ঝড়, ৬ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক     02 December, 2021     12:38 PM    


ভয়াবহ ঝড়ে তুরস্কের ইস্তাম্বুল শহরসহ বিভিন্ন শহরে ৬ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে এক বিদেশিও রয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিকেও বেশি। তুরস্কের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

গত সোমবার ও মঙ্গলবার ভয়াবহ এ ঝড় হয়েছে বলে জানিয়েছে ডেইলি সাবাহ। 

সূত্রে জানা যায়, প্রবল ঝড়ের কারণে তুরস্কের ক্ষতিগ্রস্ত শহরের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বসফরাস সেতুতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া ফেরি চলাচল বন্ধ রাখায় তৈরি হয় তীব্র যানজট।

প্রচণ্ড ঝড়ের কবলে শহরের অনেক গাছপালা উপড়ে পড়েছে। অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। প্রবল ঝড়ের কারণে স্থানীয় সময় সোমবার ৩০টির বেশি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করা হয়। এসব ফ্লাইটের বেশির ভাগ মঙ্গলবার ইস্তাম্বুলে ফেরত আসে।