রহমত ডেস্ক 01 December, 2021 11:29 AM
যাদের লাইসেন্স নেই তাদের প্রায় সবাই প্রভাবশালী ব্যক্তি এবং পুলিশ বলে জানিয়েছে নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করা শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) নিরাপদ সড়ক চেয়ে চলমান আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে চলাচলকারী পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের লাইসেন্স দেখেন তারা। শিক্ষার্থীরা জানান, যাদের লাইসেন্স নেই তাদের প্রায় সবাই প্রভাবশালী ব্যক্তি এবং পুলিশ। পরে তাদের মামলা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জ্বালানি তেলের ২৩ শতাংশ দাম বৃদ্ধির পর গণপরিবহনে ২৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়। এ অবস্থায় কিছুদিন ধরে হাফ ভাড়া চেয়ে রাজধানীতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।। এই পরিস্থিতির মধ্যে গত বুধবার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন নটর ডেম কলেজছাত্র নাঈম হাসান। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০১৮ সালের পর নয় দফা দাবিতে ফের সড়কে নেমে আসেন।
এরই মধ্যে সোমবার রাতে রামপুরায় অনাবিল পরিবহনের চাপায় প্রাণ হারান এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন দুর্জয়। এ ঘটনার জেরে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার তারা দিনভর ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।