| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ড্রোনের সফল পরীক্ষা চালালো ইরান


ড্রোনের সফল পরীক্ষা চালালো ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     08 November, 2021     09:47 PM    


আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে মুসলিমবিশ্বের অন্যতম সমরাস্ত্র-সমৃ্দ্ধ দেশ ইরান।

সোমবার (৮ নভেম্বর) দেশটির চলমান যৌথ সামরিক মহড়ার মুখপাত্র সাইয়্যেদ মাহমুদ মুসাভি বলেছেন, মহড়ায় আত্মঘাতী ড্রোন ‘অরাশ’ এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘অরাশ’ দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। এটি হামলার পর প্রয়োজনে নিজেকে ধ্বংস করতে সক্ষম।

ইরান চলমান সামরিক মহড়ার নাম দিয়েছে লফিকার-১৪০০। অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা।

আজ ক্ষেপণাস্ত্র, কামান, হেলিকপ্টার, ড্রোন ও রকেট ব্যবহার করে শত্রুর অবস্থানস্থল দখলের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। এর আগে ইরানের সামরিক বাহিনী নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'মেরসাদ' এর সাহায্যে আকাশে কল্পিত শত্রুর ওপর ব্যাপক হামলা চালায় এবং 'মেরসাদ' থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

প্রসঙ্গত, ইরানের সামরিক বাহিনী গত সপ্তাহ থেকে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে বিশাল মহড়া শুরু করেছে।

/জেআর/