রহমতটোয়েন্টিফোর ডেস্ক 04 November, 2021 04:19 PM
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিল প্রতিবাদে কাল থেকে সারাদেশে পণ্যবাহী পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক রুস্তম আলী খান।
তিনি বলেন, যদি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহার না করা হয় তাহলে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তারা চান জ্বালানি তেলের দাম কমানো হোক।
এর আগে, গতকাল বুধবার জ্বালানি তেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। ইতোমধ্যে এ দাম কার্যকর করা শুরু হয়েছে। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়।
/জেআর/