| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব নারী শিক্ষার বিরোধিতা নয়, শিগগিরই মেয়েরা স্কুলে যাবে : তালেবান


নারী শিক্ষার বিরোধিতা নয়, শিগগিরই মেয়েরা স্কুলে যাবে : তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 November, 2021     04:32 PM    


নারী শিক্ষার বিরোধী নয় তালেবান, শিগগিরই সকল ছাত্রী স্কুলে যাবে বলে নতুন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা তালেবান।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) পার্স টুডের খবরে বলা হয়, দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি কর্মসূচি ও সাহায্য বিভাগের পরিচালক ওয়াহিদুল্লাহ হাশেমি বলেছেন, মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে শিগগিরই কিছু ভালো খবর ঘোষণা করা হবে।

তিনি বলেন, তালেবান নারীশিক্ষার বিপক্ষে নয়, তবে তাদেরকে সর্বোত্তম উপায়ে কীভাবে স্কুলে আসতে দেওয়া যায়, তা নিয়ে কাজ করছে সরকার। আফগানিস্তানের কোনো শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি বলেও জানান তালেবান শিক্ষা মন্ত্রণালয়ের এই পদস্থ কর্মকর্তা।

উল্লেখ্য, গত আগস্ট থেকে ছেলেদের স্কুলগুলো খোলা রয়েছে এবং ছাত্র ও শিক্ষকরা নিয়মিত ক্লাসে অংশ নিলেও  গার্লস স্কুলগুলোতে ক্লাস সিক্সের উপরে কোনো ক্লাস হচ্ছে না। নারী শিক্ষকদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ পর্যন্ত একাধিক তালেবান কর্মকর্তা একাধিকবার সকল আফগান ছাত্রীকে স্কুলে ফিরতে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

/জেআর/