| |
               

মূল পাতা আন্তর্জাতিক ষড়যন্ত্র না থামালে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হবে না : ইরান


ষড়যন্ত্র না থামালে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হবে না : ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     01 November, 2021     12:49 AM    


ষড়যন্ত্র, মিথ্যাচার আর অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ না থামালে আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটি বলছে, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে ইরানের আলোচনার কোনো সম্ভাবনা নেই।

সোমবার (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে আমেরিকার সঙ্গে ইরানের কোনো কথা বা আলোচনা হয়নি।

ইউরোপের উদ্দেশে তিনি বলেন, ইউরোপকেও তার নিশ্চল অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের সরকারও পরমাণু সমঝোতায় দেওয়া কোনো প্রতিশ্রুতি পালন করেনি।

খাতিবজাদে বলেন, দক্ষিণ কোরিয়াকে ইরানের আটক অর্থ ছেড়ে দিতে হবে। এ ক্ষেত্রে কিছু কাজ হয়েছে। কিন্তু তা যথেষ্ট নয়।

দ্বিপক্ষীয় আলোচনার জন্য আমেরিকা ইরানকে প্রস্তাব দিয়েছে বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট। আমেরিকা জাতিসংঘের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘন করেছে এবং তারা অবৈধভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। তারা পরমাণু সমঝোতা ধ্বংসের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। ইরানের বিরুদ্ধে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে ইরানের কোনো ধরনের আলোচনা সম্ভব হবে না।’

/জেআর/