| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ভুয়া যতন সাহা হত্যাকাণ্ড : বদরুন্নেসার সেই শিক্ষিকা কারাগারে


ভুয়া যতন সাহা হত্যাকাণ্ড : বদরুন্নেসার সেই শিক্ষিকা কারাগারে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 October, 2021     01:38 AM    


রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক ও মিথ্যা ভিডিও ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৪ অক্টোবর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দুই দিনের রিমান্ড শেষে রুমাকে হাজির করে পুলিশ। এ সময় রমনা থানার মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

অপর দিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ প্রদান করেন।

প্রসঙ্গত, রাজধানীর পল্লবীতে শাহীন উদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ অক্টোবর র‌্যাব সদরদপ্তরে নিয়ে আসা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে ২১ অক্টোবর রমনা থানায় র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

/জেআর/