| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মুসলমানদের ঐক্য কোনো কৌশলগত বিষয় নয়, এটি কুরআনি দায়িত্ব : ইরানের ধর্মীয় নেতা


মুসলমানদের ঐক্য কোনো কৌশলগত বিষয় নয়, এটি কুরআনি দায়িত্ব : ইরানের ধর্মীয় নেতা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 October, 2021     01:31 AM    


মুসলিম ঐক্য কোনো কৌশলগত বিষয় নয়, এটি কুরআনি দায়িত্ব বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। তিনি বলেন, মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা কোনো কৌশলগত বিষয় নয় বরং এটি সম্পূর্ণভাবে কুরআন নির্দেশিত অবশ্যই পালনীয় দায়িত্ব। এটি এমন নয় যে, খেয়ালখুশিমতো বা মাঝেমধ্যে করা হবে বরং একজন মুসলমানের জন্য এই ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য দায়িত্ব।

রোববার (২৪ অক্টোবর) রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর পার্স টুডের।

ইরানের ধর্মীয় সর্বোচ্চ এই নেতা বলেন, অনেকেই মনে করতে পারেন যে, বিশেষ বিশেষ প্রেক্ষাপটে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরি। কিন্তু এটি ভুল চিন্তা বরং মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা কুরআন নির্দেশিত দায়িত্ব এবং এটি একটি মৌলিক বিষয়। যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হন, তবে তারা শক্তি অর্জন করবেন।

খামেনি বলেন, মহানবী (সা.)-এর শুভ জন্ম মানব জীবনের জন্য নতুন অধ্যায়ের সূচনা করে। এর মধ্য দিয়েই মানুষের জন্য ঐশী রহমত আসা শুরু হয়।

উল্লেখ্য, ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২ রবিউল আউয়াল থেকে ১৮ রবিউল আউয়াল মহানবী (সা)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে মুসলমানদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্য নিয়ে এই ঐক্য সপ্তাহ পালিত হয়।

/জেআর/