ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা 16 October, 2021 01:51 AM
লাগামহীন নিত্যপণ্যের বাজার। দ্রব্যমূল্যের দাম আকাশচু্ম্বি। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
রাঁধুনির খাদ্যদ্রব্যের গুরুত্বপূর্ণ উপকরণগুলির মধ্যে মরিচ অন্যতম। বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে লাগামহীনভাবে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। শুধু তাই নয় কাঁচা মরিচের সঙ্গে তাল মিলিয়ে সবজির বাজারেও লেগেছে তার ঝাঁজ।
কেজিপ্রতি কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বেড়ে যাওয়ায় রীতিমতো সাধারণ ক্রেতাদের পকেট কাটছেন সিন্ডিকেটসহ অসাধু ব্যবসায়ীরা।
কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে, আকারভেদে কাঁচা মরিচ ১শ ৬০ থেকে ১শ ৮০ টাকা। এ ছাড়াও বেড়ে যাওয়া সবজিগুলোর মধ্যে সিম প্রতি কেজি ১শ ২০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, ফুলকপি ১শ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায় বলেন, ‘আমাদের ভ্রাম্যমাণ টিম রয়েছে। তারা নিয়মিত বাজার মনিটরিং করছে। ইচ্ছাকৃতভাবে কেউ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ালে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
সকালে বাজার করতে আসা আব্দুর রহমান বলেন, ‘প্রতিদিন লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষকে অর্থের অভাবে না খেয়ে মরতে হবে।’
আরেকজন ক্রেতা বলেন, ‘সব সিন্ডিকেটের দখলে। মাঠে কৃষক ফসলের সঠিক দাম পাচ্ছে না। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে দাম বাড়িয়ে দিয়েছে। অথচ প্রশাসনের কোনো ভূমিকাই নেই। এভাবে চলতে থাকলে আমরা সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাব।’
অভিযোগ প্রসঙ্গে সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘পাইকারি বাজারে দাম বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
/জেআর/