রহমতটোয়েন্টিফোর ডেস্ক 16 October, 2021 01:43 AM
দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলেন, তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ, ইসলাম বিদ্বেষী ও সংবিধান পরিপন্থী। তিনি যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান তারা।
শনিবার (১৬ অক্টোবর) পাঠানো বিবৃতিতে তারা বলেন, ‘সংবিধানের মূলনীতির অংশ রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার স্পর্ধা দেখিয়ে ও ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে তিনি শপথ ভঙ্গ করেছেন। এ ধরনের ব্যক্তির মন্ত্রী পরিষদে থাকার কোনো অধিকার নেই। অনতিবিলম্বে তাকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার না করা হলে এসব বক্তব্য সরকারেরই বলে প্রতীয়মান হবে। অতএব এর দায়ভারও সরকারকে নিতে হবে।
দেশের ধর্মপ্রাণ মুসলমানের আবেগ অনূভুতিতে আঘাত করার পরিণাম শুভ হবে না বলেও নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিবৃতিতে সংগঠন এর আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, সংগঠন সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, অর্থ সচিব হাজী এ কে এম কামরুল বারী, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীরসহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। (প্রেসবিজ্ঞপ্তি)
/জেআর/