মূল পাতা আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র-ইসরাইলের প্রতিষ্ঠানে ইরানি হ্যাকারদের সফল হামলা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 October, 2021 08:19 PM
যুক্তরাষ্ট্র ও তার পালিত বন্ধু অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের প্রতিষ্ঠানগুলোতে ইরানি হ্যাকাররা হামলা চালিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে হ্যাকাররা তথ্য হাতিয়ে নিতে সফল হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৩ অক্টোবর) সিএনএনের খবর থেকে জানা যায়, গত সোমবার মাইক্রোসফট এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সম্ভাব্য ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তি এবং নৌপরিবহণসংক্রান্ত কয়েকডজন সংস্থাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানায়।
মাইক্রোসফট আরও জানায়, গত জুলাইয়ে ইরানি সংশ্লিষ্ট হ্যাকাররা গুপ্তচরবৃত্তির অভিযান শুরুর পর বর্তমানে বহু কোম্পানিকে হ্যাকিংয়ের ঝুঁকিতে ফেলে দিয়েছে। হ্যাকারদের লক্ষ্যবস্তুতে থাকা কোম্পানির মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরাইল সরকারের সঙ্গে কাজ করে এমন প্রতিষ্ঠানও রয়েছে, যারা স্যাটেলাইট সিস্টেম, ড্রোন প্রযুক্তি এবং ‘মিলিটারি-গ্রেড রাডার’ তৈরি করে।
/জেআর/