| |
               

মূল পাতা আন্তর্জাতিক আফগানিস্তানে শক্তি দেখানোর দিন শেষ : ন্যাটোকে তালেবান


আফগানিস্তানে শক্তি দেখানোর দিন শেষ : ন্যাটোকে তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 October, 2021     09:15 PM    


আফগানিস্তানে আগ্রাসন চালানোর যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

বুধবার (১৩ অক্টোবর) পার্স টুডের খবরে বলা হয়,  তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে আগ্রাসন চালানোর যুগ শেষ হয়ে গেছে। গত ২০ বছর ধরে এ দেশের ওপর ন্যাটোর দখলদারিত্বের ইতিহাস প্রমাণ করেছে, আফগানিস্তানের যেকোনো সংকট কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে; এ দেশের ওপর আবার আগ্রাসন চালানো সম্ভব নয়।

মুজাহিদ বলেন, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটোর শক্তিমত্তা দেখানোর যুগ শেষ হয়ে গেছে।

সম্প্রতি ন্যাটো মহাসচিব জেন স্টোলটেনবাবার্গ এক বক্তৃতায় বলেন, আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানাগুলোতে বিমান হামলা চালাবে ন্যাটো জোট।

এ বক্তব্যের জবাবে তালেবানের মুখপাত্র বলেন, ন্যাটো মহাসচিব আফগানিস্তানে মার খেয়ে হয়তো ব্যথা অনুভূব করছেন। সেজন্য তিনি তালেবানের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান গ্রহণ করেছেন। ন্যাটোর জেনে রাখা উচিত, তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটিতে কাউকে ছায়াযুদ্ধ করতে দেবে না।

/জেআর/