| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি ই-কমার্সে আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছি : বাণিজ্যমন্ত্রী


ই-কমার্সে আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছি : বাণিজ্যমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     26 September, 2021     05:40 PM    


ই-কমার্সের একটি সাইটে পণ্য অর্ডার করে নিজেই প্রতারিত হয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, গত কোরবানি ঈদে একটি ই-কমার্স প্রতিষ্ঠান উদ্বোধনকালে একটি গরুর জন্য এক লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু আমাকে যে গরুটি দেখিয়েছিল, সেটি আমি পাইনি। আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছিলাম।

রোববার (২৬ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

তিনি বলেন, কোনো কিছু নতুন করে চালু করলে সমস্যার সৃষ্টি হয়। তার ভুক্তভোগী আমি নিজেই। আমার মতো অনেকেই না বুঝে ই-কমার্সে বিনিয়োগ করেছেন। ভোগান্তির শিকার হয়েছেন।

টিপু মুনশি বলেন, সঠিক আইনের মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময়।

/জেআর/