| |
               

মূল পাতা আন্তর্জাতিক জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা রাইসির


জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা রাইসির


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 September, 2021     12:02 AM    


জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করলেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেই যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিতর্কে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছেন রাইসি। বলেছেন, তাদের উপস্থিতি ফিলিস্তিনি, সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানের নিপীড়িত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিনিরাও।

রাইসি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধ পদ্ধতি। এত নিষেধাজ্ঞার পরও তেহরান রিসার্চ রিঅ্যাকটর রেডিওফার্মাসিউটিক্যাল ওষুধ তৈরি করেছে। এতে ইরানের ১০ লাখেরও বেশি ক্যানসার রোগী উপকৃত হচ্ছেন। ইরান নিজেরাই করোনা টিকা তৈরি করছে। তিনি বলেন, করোনা মহামারিতে ওষুধের ওপর নিষেধাজ্ঞা আসলে মানবতাবিরোধী অপরাধ।

তিনি বলেন, ইসরাইল সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাস। গাজা ও পশ্চিমতীরে নারী ও শিশুদের হত্যা করছে তারা। ইরানের প্রেসিডেন্ট ‘দখলদারি জায়নবাদী শাসক’দের নিয়েও কথা বলেন জাতিসংঘে।

/জেআর/