| |
               

মূল পাতা আন্তর্জাতিক জাতিসংঘে যেতে চায় তালেবান


জাতিসংঘে যেতে চায় তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 September, 2021     12:12 AM    


জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের সামনে কথা বলতে চায় তালেবান। বিশ্বে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে তালেবান সরকার ইতোমধ্যে জাতিসংঘে চিঠিও দিয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। জানা যায়, দোহাভিত্তিক মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের দূত নিয়োগ করে তালেবান জানায়, উৎখাত হওয়া সরকারের দূত আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারেন না।

এর আগে, গত সোমবার তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে সাধারণ পরিষদে বিশ্বনেতাদের বার্ষিক বৈঠকে যোগ ও বক্তৃতা দিতে সুযোগ দেওয়ার অনুরোধ করেন তারা। গুতেরেসের মুখপাত্র ফারহান হক তালেবান নেতা মুত্তাকির জানিয়েছেন, জাতিসংঘে আফগানিস্তানের আসন দাবি করে করা তালেবানের আবেদন ৯ সদস্যের আস্থা (ক্রেডেনসিয়াল) কমিটির কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আগামী সোমবার সাধারণ অধিবেশন শেষ হওয়ার আগে ওই কমিটির বৈঠকের সম্ভাবনা কম। অন্তত তখন পর্যন্ত জাতিসংঘের নিয়ম অনুযায়ী গুলাম ইসাকজাই সংস্থাটিতে জাতিসংঘের প্রতিনিধিত্ব করবেন।

/জেআর/