| |
               

মূল পাতা জাতীয় প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন চাই না : নির্বাচন কমিশনার


প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন চাই না : নির্বাচন কমিশনার


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     14 September, 2021     09:45 PM    


প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন চান না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নওগাঁয় ৪ উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমে কবিতা খানম প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন।

কবিতা খানম বলেন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন হোক এটা নির্বাচন কমিশন চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দল-মত নির্বিশেষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকেও নিরপেক্ষতা আশা করব।

তিনি বলেন, নওগাঁতে আমার জন্ম। সারা দেশের মতো এখানে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক এটা আমি চাই না। এজন্য ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন এই আহ্বান জানাব।

/জেআর/