| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এবার তালেবানের সমর্থনে রাজপথে নারীরা


এবার তালেবানের সমর্থনে রাজপথে নারীরা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 September, 2021     09:14 PM    


তালেবানের শাসনবিরোধী নারীদের পর এবার আফগানিস্তানের রাজপথে নেমে এসেছেন তালেবান সমর্থক নারীরা! তালেবানের ক্ষমতা গ্রহণকে স্বাগত জানিয়ে ও নতুন সরকারের পক্ষে কাবুলের রাস্তায় মিছিল করেছেন তারা।

গতকাল শনিবার বিকেলে শত শত হিজাবধারী নারী রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা দখলদারদের বিরুদ্ধে এবং তালেবানের পক্ষে স্লোগান দেন।

কাবুল বিশ্ববিদ্যালয় থেকে ওই মিছিলটি বের করা হয়। তারা তালেবানের শাসনেই ভালো আছে বলে জানানো হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, নারীরা বলছিল, ‘আমরা তালেবানের শাসন ও সুন্দর আচরণে সন্তুষ্ট’।

বিক্ষোভে অংশ নেওয়া তালেবানের পতাকা গায়ে জড়ানো এক নারীর বক্তব্য বার্তা সংস্থা এএফপি প্রকাশ করে। এএফপির ঐ প্রতিবেদনে সেই নারী বলেন, আমরা তাদের বিরুদ্ধে যারা নারীদের প্রতিনিধিত্ব করার কথা বলে রাস্তায় নেমেছিল। এটাই কি তাদের সর্বশেষ সরকারের নারী স্বাধীনতা? আসলে এটা স্বাধীনতা নয়। আশরাফ গণি সরকার নারীদেরকে অপব্যবহার করেছে। নারী অধিকারের পক্ষের আশরাফ গণিরা শুধুমাত্র নারীদের সৌন্দর্য দেখে চাকুরি দিত।

উল্লেখ্য, সম্প্রতি সংসদে মন্ত্রিত্বের দাবিতে কাবুলের রাস্তায় বিক্ষোভ করে কিছু নারী। তারা সরকারে অংশীদারত্ব চান।

/জেআর/