মূল পাতা আন্তর্জাতিক তালেবান সরকারকে স্বাগত জানালো চীন, যোগাযোগ রাখার ঘোষণা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 09 September, 2021 07:16 AM
চীন আফগানিস্তানের তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে দেশটি তালেবানের সঙ্গে যোগাযোগ রাখার ঘোষণা দিয়েছে। খবর পার্স টুডের।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন তার দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেন। তিনি জানান, আফগানিস্তানের নতুন সরকার ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। একই সঙ্গে আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তালেবানের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকার গঠনের মধ্যদিয়ে তিন সপ্তাহের বিশৃঙ্খলার অবসান হয়েছে।
/জেআর/