| |
               

মূল পাতা সারাদেশ ভাসানচরে পানিতে পড়ে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু


ভাসানচরে পানিতে পড়ে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি     24 August, 2021     01:35 AM    


নোয়াখালীর ভাসানচরে খেলতে গিয়ে পানিতে পড়ে ৩ রোহিঙ্গা শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের ছেলে মো.আনিসুর রহমান আনাস (৬) ও মো.জামাল হোসেন (৯) এবং একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে মোছাস্মৎ হাফসা (৫)

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ৩-এর চেয়ারম্যান দীঘির লেকের মধ্যে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, নিহত শিশুদের লাশ হাসপাতাল থেকে তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মৃত শিশুদের ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার ৪ জন শিশু ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টার থেকে খেলতে বের হয়। তারা খেলতে গিয়ে চেয়ারম্যানের দীঘির লেকের পানিতে ডুবে গেলে তাদের অপর সঙ্গী জুনায়েদ দৌড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে ৩ জনকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

/জেআর/

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী হাতিয়া