| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তালেবান সরকারকে স্বীকৃতি দেবে তুরস্ক?


তালেবান সরকারকে স্বীকৃতি দেবে তুরস্ক?


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 August, 2021     07:22 PM    


তুরস্ক কি তালেবান সরকারকে স্বীকৃতি দেবে? বিশ্বজুড়ে এখন তালেবানকে কারা স্বীকৃতি দিচ্ছে- এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চলছে জল্পনা-কল্পনা। এ বিষয়ে সবার আগে আসছে তুরস্কের নাম। দেশটি বলছে, আফগানিস্তানে তালেবান সরকার গঠন করার পর তাদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আংকারা। খবর পার্স টুডের।

শুক্রবার (২০ আগস্ট) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এসব কথা বলেন। তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তুরস্ক মোটেই তাড়াহুড়ো করছে না। তালেবানকে স্বীকৃতি এখনই নয়, এটি আরও পরের বিষয়।

তালেবানের সঙ্গে তুরস্কের যোগাযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেস টিভিকে বলেন, তালেবান রাজধানী কাবুলে প্রবেশের আগে তাদের রাজনৈতিক শাখার নেতাদেরকে তুরস্ক আমন্ত্রণ জানিয়েছিল।

গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছিলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন। এ বিষয়ে সর্বশেষ তুরস্ক বলছে, বিষয়টিতে তালেবান এ পর্যন্ত ইতিবাচক বার্তা দিচ্ছে এবং আশা করা হচ্ছে তাদের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার পরিকল্পনা বাদ দিয়েছে আঙ্কারা।

/জেআর/