| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি


মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 August, 2021     08:07 PM    


মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন ইসমাইল সাবরি। তিনি মুহিউদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন।

গত কয়েক বছর ধরে মালয়েশিয়ায় সরকারে অচলাবস্থা সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দফা দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে পদত্যাগ করেন একাধিক প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদে সিনিয়র সুরক্ষামন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসমাইল সাবরি। ইয়াং ডি-পার্টুয়ান আগং সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ তার নিয়োগের কথা আজ শুক্রবার রাজকীয় পরিবারের নিয়ন্ত্রক আহমদ ফাদিল শামসুদ্দিন বিবৃতিতে জানিয়েছেন।

উমনো ভাইস-প্রেসিডেন্ট আগামীকাল শনিবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ইসমাইল এর আগে বারিসান ন্যাশনালের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন।

২০০৮ সালে, তিনি আবদুল্লাহ আহমদ বাদাবীর অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রী নিযুক্ত হন এবং এক বছর পরে, নজিব রাজাকের অধীনে, তাকে অভ্যন্তরীণ বাণিজ্য, সমবায় এবং ভোগবাদ মন্ত্রী করা হয়। ২০১৫ সালে গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ২০১৩ সালে তাকে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পমন্ত্রী করা হয়েছিল।

/জেআর/