রহমতটোয়েন্টিফোর ডেস্ক 19 August, 2021 11:19 PM
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত আমির হলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি মরহুম জুনায়েদ বাবুনগরীর মামা।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রহমতটোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।
এর আগে, আজ দুপুর ১২.৫০ মিনিটে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে আল্লামা বাবুনগরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী মাদরাসায় অবস্থানকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত অক্সিজেন লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন থেকেই ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
আল্লামা বাবুনগরী প্রথমে হেফাজতের মহাসচিব ছিলেন। এরপর আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর ২০২০ সালে হেফাজতের আমির হন তিনি। আমৃত্যু তিনি এই পদে ছিলেন।
/জেআর/