| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি কাঁচা মরিচের কেজি ২০০ টাকা


কাঁচা মরিচের কেজি ২০০ টাকা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     06 August, 2021     02:47 PM    


দামে আকাশ ছুঁয়েছে কাঁচা মরিচ। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে দুশো টাকায়। এর সঙ্গে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, মুরগি ও ডিমের দামও।

শুক্রবার (৬ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির সত্যতা পাওয়া গেছে।

বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা দরে প্রতি কেজি। সেই হিসাবে কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ১২০ টাকা।

এ ছাড়া বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা, মিনিকেট ৬২ থেকে ৬৪ টাকা, পাইজাম চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকা। গত সপ্তাহে মোটা চলের কেজি ছিল ৪৪ থেকে ৪৫ টাকা। নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬৭ থেকে ৭০ টাকা, পোলাওয়ের চাল আগের দামেই  ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।  

বেড়েছে ডিমের দামও। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে  থেকে ১০০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকা। হাঁসের ডিমের দাম বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা। সপ্তাহের ব্যবধানে হাঁসের ডিমের ডজনে দাম বেড়েছে ১৫ টাকা। সোনালী (কক) মুরগির ডিমের ডজন আগের দামেই (১৫০ টাকা) বিক্রি হচ্ছে।

মুরগির দাম বেড়ে বাজারে প্রতি কেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। লেয়ার মুরগি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা।  

তবে অপরিবর্তিত রয়েছে সবজিসহ অন্যান্য পণ্যের দাম।

/জেআর/