মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে সেনা অভিযান : নিহত ২৬৯ তালেবান, কারফিউ জারি
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 25 July, 2021 03:03 PM
আফগানিস্তানে মুখোমুখি দেশটির মার্কিনপন্থী সরকার ও সশস্ত্র গোষ্ঠী তালেবান। এ পরিস্থিতিতে দেশটির ১৩টি প্রদেশে সেনাবাহিনীর অভিযানে অন্তত ২৬৯ তালেবান সদস্য নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে তালেবান।
রোববার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ইরিব নিউজের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বালখ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালানো হয়।
এসব অভিযানে আরও ১৭৬ তালেবান সদস্য আহত হয়েছে। এ সময় সেনাবাহিনী তালেবানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
অন্য দিকে, এসব অভিযানের পরেই স্থানীয় সময় রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানী কাবুল ও অন্য দুটি প্রদেশ বাদে সারাদেশে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। তালেবানদের হামলা প্রতিহত করতেই কারফিউ জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
/জেআর/