| |
               

মূল পাতা করোনাভাইরাস বিধিনিষেধে ঘোরাঘুরি করায় জরিমানা


বিধিনিষেধে ঘোরাঘুরি করায় জরিমানা


তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি     25 July, 2021     03:12 PM    


ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি আদেশ অমান্য করে  লকডাউনে অযথা ঘোরাঘুরি করায়  সিরাজগঞ্জের তারাশে আটজনকে ২ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিম ও সহকারী কমিশনার (ভুমি) মোছা. রুমানা আফরোজ।  

উপজেলার তাড়াশ বাজার, ধামাইচ ও কুন্দইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে কঠোর বিধিনিষেধে অযথা ঘোরাঘুরির দায়ে আটজনকে দুই হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।

তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিম বলেন, কঠোর বিধিনিষেধে দোকান খুলে রাখায় এক হাজার টাকা জরিমানা করা হয় ও ছয়জন পথচারীকে সরকারি আদেশ অমান্য ও মাস্ক না পরার অপরাধে এক হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।

এ সময় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সঙ্গে ছিল সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

/জেআর/