রহমতটোয়েন্টিফোর ডেস্ক 15 July, 2021 06:28 AM
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ত্যাগ করল জমিয়তে ওলামায়ে ইসলাম।
গতকাল বুধবার (১৪ জুলাই) পুরানা পল্টনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
তিনি বলেন, ‘২০-দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। এরপর থেকে জোটের কোনো কার্যক্রমে জমিয়ত থাকবে না।’ জোট ছাড়ার কারণ হিসেবে জমিয়তের পক্ষ থেকে জানানো হয়, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন করা হচ্ছিল না। শরিকদের সঙ্গে পরামর্শ না করেই উপনির্বাচন এককভাবে বর্জন করেছে বিএনপি।
এ ছাড়া আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়াকেও জোট থেকে বের হয়ে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করে ইসলামী দলটি।
উল্লেখ্য, জমিয়তে ওলামায়ে ইসলাম দুভাগে বিভক্ত। দুটি অংশই ২০-দলীয় জোটের শরিক। জোট ছেড়ে যাওয়া অংশটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দিন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
/জেআর/