| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি চালু হচ্ছে ট্রেন, টিকিট অনলাইনে


চালু হচ্ছে ট্রেন, টিকিট অনলাইনে


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 July, 2021     01:25 AM    


দেশে চলমান লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহার আগে ১৫-২২ তারিখ পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এ সময় গণপরিবহনের পাশাপাশি ট্রেনও দুই সিটে এক যাত্রী পদ্ধতিতে চলবে।

সোমবার (১২ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, সব টিকিট অনলাইনে বিক্রি হবে। বন্ধ থাকবে কাউন্টার।

তবে এ সময় যথারীতি বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। কোরবানির ঈদের বিষয়টি বিবেচনা করে পশুর হাট ও মানুষের চলাচলেও কিছুটা শিথিলতা থাকবে। এছাড়া বাকি সব বিধিনিষেধ বলবৎ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

/জেআর/