| |
               

মূল পাতা মুসলিম ঐতিহ্য ছবির গল্প : সমরকন্দের রেজিস্তান স্কয়ার


ছবির গল্প : সমরকন্দের রেজিস্তান স্কয়ার


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     08 July, 2021     06:36 AM    


ঐতিহাসিক ও  প্রাচীনতম শহর সমরকন্দ। বিখ্যাত সিল্করোডের প্রাণকেন্দ্র। মুসলিম সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা ও স্থাপত্যকলার জন্য দুনিয়াজোড়া খ্যাতি আছে এই শহরের।

রেজিস্তান স্কয়ার এই শহরের ধর্মীয় জ্ঞানচর্চার এক ঐতিহাসিক নিদর্শন। অনন্য স্থাপত্যশৈলীর কারণে ইউনেস্কো এটিকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অন্তর্ভুক্ত করেছে। সমরকন্দে ধর্মীয় জ্ঞানচর্চা অনেক বিস্তৃত ছিল। তৈমরীয় শাসকদের নির্মিত তিনটি মাদরাসার সমন্বিত কমপ্লেক্সকে বলা হয় রেজিস্তান স্কয়ার। স্কয়ারের পশ্চিম দিকে প্রাচীন উলুগবাগ মাদরাসা, পূর্বদিকে শেরদোর মাদরাসা এবং উত্তরপার্শ্বে তিল্লাকারী মাদরাসা। তুলনামূলক উচুঁ পর্বতে নির্মিত মাদরাসাগুলোর চতুর্দিকের নীল রঙের সুদৃশ্য মিনারগুলো শহরের যে কোনো জায়গা থেকে পৃথকভাবে দৃষ্টিগোচর হয়।

রেজিস্তান স্কয়ার সমরকন্দের প্রাণকেন্দ। ঐতিহাসিকভাবে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। রেজিস্তান অর্থ বালুময় প্রান্তর। অতীতে রাষ্ট্রীয় ফরমান শুনতে ও উৎসব পালন করতে লোকেরা এখানে সমবেত হত।

/জেআর/