| |
               

মূল পাতা আন্তর্জাতিক নিজের বাড়িতে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা


নিজের বাড়িতে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 July, 2021     06:13 PM    


ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসেকে নিজের বাড়িতে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। রাতের আঁধারে রাজধানী পোর্ট অব প্রিন্সে ব্যক্তিগত বাসভবনে প্রেসিডেন্টকে আততায়ীরা গুলি চালিয়ে হত্যা করেছে।

বুধবার (৭ জুলাই) দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। রেডিও ক্যারাইবিসকে দেওয়া এক সাক্ষাৎকারে জোসেফ বলেন, প্রেসিডেন্ট গুলিতে আহত হয়েছিলেন এবং পরে মারা যান।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, দেশটির রাজধানীতেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

বিবৃতিতে প্রধানমন্ত্রী জোসেফ আরও বলেন, রাতে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসে নিহত হয়েছেন। এতে প্রেসিডেন্টপত্নীও আহত হয়েছেন এবং তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

জোসেফ বলেন, দেশের স্বাভাবিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং জাতির সুরক্ষায় জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিকভাবে চরম বিভাজন রয়েছে দেশটিতে।  মানবিক সঙ্কট ও খাদ্য ঘাটতি রয়েছে চরম পর্যায়ে। এই কারণে ক্যারিবীয় অঞ্চলের দারিদ্রপীড়িত এই দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে। আর এসব পরিস্থিতির মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।  

/জেআর/