| |
               

মূল পাতা উপমহাদেশ মুসলিমদের ভারতে থাকা উচিত নয় কেউ যদি বলেন, তাহলে তিনি হিন্দু নন : আরএসএস প্রধান


মুসলিমদের ভারতে থাকা উচিত নয় কেউ যদি বলেন, তাহলে তিনি হিন্দু নন : আরএসএস প্রধান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     05 July, 2021     12:37 PM    


ভারতের মুসলিমদের থাকা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা প্রকৃত হিন্দু হতে পারেন না বলে মন্তব্য করেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)  প্রধান মোহন ভাগবত।

ভারতের উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠনটির প্রধান বলেন, ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়।

রোববার (৪ জুলাই) মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে এসব কথা বললেন ভাগবত। এ সময় তিনি আরও বলেন, ‘যে বা যারা গোরক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তারাও হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে ভারতের হিন্দু, মুসলমান একই উৎস থেকে এসেছেন।’

অনুষ্ঠানে মুসলমানদের উদ্দেশ্য করে উগ্র হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত এই নেতা বলেন, ‘মুসলিমরা ভারতে বিপদে আছেন, এই বক্তব্যের মধ্যে যে ফাঁদ তৈরি করা হচ্ছে, তাতে ভারতীয় মুসলিমরা পা দেবেন না।’

মোহনের দাবি, আরএসএস বরাবর ভারতের মানুষের ডিএনএ-তে বিশ্বাস করে এসেছে। আর হিন্দু এবং মুসলিমদের একই চোখে দেখে এসেছে।

তিনি আরও দাবি করেন, সংখ্যালঘুদের ওপর যখন অত্যাচার হয়, তখন সংখ্যাগুরুদের তরফেই প্রতিবাদের আওয়াজ তোলা হয়।

সংখ্যালঘুদের ওপর গো-রক্ষকদের বিরুদ্ধে হামলার অভিযোগ নিয়ে বলেন, গরুকে ভারতে পূজা করা হয়। কিন্তু গোরক্ষার নামে হিংসাত্মক পথে যাওয়ার ঘটনা কখনোই বরদাশত করা হবে না।

তিনি বলেন, ‘আইন নিজস্ব পথে চলবে। পক্ষপাতহীনভাবে পুলিশকে তদন্ত করতে হবে এবং অভিযুক্তদের শাস্তি দিতে হবে। কিন্তু যে গণহত্যায় জড়িত থাকে, সে কখনো হিন্দু হতে পারে।’

/জেআর/