রহমতটোয়েন্টিফোর ডেস্ক 29 June, 2021 06:19 PM
কওমি মাদরাসার স্বকীয়তার উপর হাত দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, দারুল উলূম দেওবন্দের মূলনীতির উপর প্রতিষ্ঠিত উসূলে হাসতেগানার ভিত্তিতে পরিচালিত কওমি মাদরাসার উপর হাত দেওয়া থেকে সরকারকে বিরত থাকতে হবে।
মঙ্গলবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন।
তিনি বলেন, কওমি মাদরাসাগুলো সরকারি অনুদান ব্যতিরেকে জনগণের সাহায্য-সহযোগিতায় চলে আসছে। কাজেই সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে তা সরকারের জন্য বুমেরাং হবে। দেশের শীর্ষ ওলামায়ে কেরামের দাবি- দারুল ঊলূম দেওবন্দেওর নীতিমালা মেনে কেবলমাত্র সনদের স্বীকৃতির জন্য আন্দোলন করা হয়েছিল। সরকারও সেই শর্ত মেনেই দাওরায়ে হাদীসকে মাস্টার্স সমমান মর্যাদা দিয়েছে। এখন কওমি মাদরাসার স্বকীয়তা বিলীন করে সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বিবৃতিতে চরমোনাই পীর স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের জীবন রক্ষার দাবি জানান।
/জেআর/