| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের সঙ্কট সমাধানে তালেবানকেও প্রয়োজন: ইরান


আফগানিস্তানের সঙ্কট সমাধানে তালেবানকেও প্রয়োজন: ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 June, 2021     09:36 PM    


আফগানিস্তানের সঙ্কট সমাধানে তালেবানকেও প্রয়োজন বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেন, তালেবান সমগ্র আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে না। তবে দেশটির সঙ্কট সমাধানে তালেবানকেও প্রয়োজন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

সোমবার (২৮ জুন) ইরানের পররাষ্টমন্ত্রণালয় এ মন্তব্য করেছে। খতিবজাদে আরও বলেন, আমরা গভীরভাবে আফগানিস্তানের অবস্থা পর্যবেক্ষণ করছি। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্তৃপক্ষ এবং রাজনৈতিক পর্যায়ে ইরান আফগানিস্তানের সকল গোষ্ঠীর সঙ্গে আলোচনা হচ্ছে।

সাইদ খতিবজাদে বলেন, গত দুই দশকে আফগানিস্তানের অর্জন এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজন রয়েছে। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আফগানিস্তানের বিদ্যমান গোষ্ঠীগুলোর মধ্যে প্রকৃত সংলাপ প্রয়োজন। তাদের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরি করতে আমরা প্রস্তুত।

উল্লেখ্য, জাতিসংঘ বলছে, দেশটির চার শতাধিক জেলার মধ্যে তালেবান ৮০টির অধিক জেলা দখল করে নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শক্ত অবস্থান নিশ্চিত করেছে তালেবান। একের পর এক জেলার দখলের মধ্য দিয়ে তালেবান নিজেদের শক্তির জানান দিয়েছে।

/জেআর/