মূল পাতা করোনাভাইরাস দেশব্যাপী ‘কঠোর লকডাউনে’ মাঠে নামতে পারে সেনাবাহিনী
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 26 June, 2021 03:42 PM
দেশজুড়ে প্রাথমিকভাবে সাত দিনের লকডাউনে মাঠে নামতে পারে সেনাবাহিনী।
শুক্রবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ ব্যাপারে জানান, দেশব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে নামতে পারে আর্মি। পুলিশ ও বিজিবির পাশাপাশি লকডাউন নিশ্চিত করতে মাঠে থাকতে পারে সেনাবাহিনী।
তিনি আরও বলেন, ‘সোমবার থেকে সাত দিন কঠোর বিধি-নিষেধ থাকবে। পরে প্রয়োজন হলে সময় আরো বাড়ানো হবে। সবাই যেন কঠোর লকডাউন মানে সে জন্য কড়কড়ি থাকবে। এই লক্ষ্যে পুলিশের পাশাপশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকতে পারে।’
এর আগে, দেশের করোনা পরিস্থিতির অবনতি রোধকল্পে সরকার দেশজুড়ে প্রাথমিকভাবে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। আগামী সোমবার থেকে এই কঠোর লকডাউন কার্যকর করা হবে।
তথ্য অধিদফতর জানায়, আজ শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রজ্ঞপনে ‘কঠোর লকডাউনের’ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
/জেআর/