মূল পাতা আন্তর্জাতিক আফগানদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে : বাইডেন
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 26 June, 2021 04:22 PM
আফগানদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘ভবিষ্যতের সকল সিদ্ধান্ত আফগানদের নিজেদের নিতে হবে। সেখান থেকে আমাদের সেনা প্রত্যাহার করান হলেও আফগানিস্তানের প্রতি ওয়াশিংটনের সহযোগিতা এখানেই শেষ হচ্ছে না।’ খবর বার্তা সংস্থা রয়টার্স-এর।
শুক্রবার (২৫ জুন) হোয়াইট হাউসে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আশরাফ গনিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘দেশটিতে সেনা উপস্থিতি না রেখেও যুক্তরাষ্ট্র বাইরে থেকেই আফগানিস্তানের সেনাবাহিনীকে সহায়তা করে যাবে। পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তাও অব্যাহত রাখবে। আমরা আপনার সঙ্গেই আছি। এটি মূল্যবোধের বিষয়।’
এ সময় আশরাফ গানি আফগানিস্তানকে রক্ষা করতে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র যে কাজ করেছে, তাতে তিনি কৃতজ্ঞ বলে জানান।
বৈঠকে আফগানিস্তানের প্রেসিডেন্ট বলেন, ‘এটি মূল্যবোধের বিষয়, একটি ব্যতিক্রমী ব্যবস্থা বা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মূল্যবোধ। আমরা ঐক্য, সংহতি, ও ত্যাগের বোধের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা কিছুতেই ছাড় দেব না।’
এর আগে শুক্রবার দিনের শুরুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে পেন্টাগনে বৈঠক করেছেন আশরাফ গনি। সেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণকে উদ্ধৃত করে সেনা প্রত্যাহারের ৬ মাসের মধ্যেই তালেবানের হাতে তার সরকারের পতন হওয়ার সম্ভাবনা আছে বলে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আফগান প্রেসিডেন্ট বলেন, ‘আগেও এ ধরনের অনেক ভবিষ্যৎবাণী ছিল এবং সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।’
/জেআর/