মূল পাতা মুসলিম বিশ্ব পরমাণু কেন্দ্রে হামলা প্রতিহত করল ইরান
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 23 June, 2021 06:58 PM
পরমাণু কেন্দ্রে হামলা সফলভাবে প্রতিহত করল ইরান। জানা গেছে, ইরানের পরমাণু শক্তি সংস্থার একটি ভবনে অন্তর্ঘাতমূলক আক্রমণের চেষ্টা করা হয়েছে। কিন্তু ইরান সফলভাবে সেই হামলা প্রতিহতের দাবি করেছে। খবর আল জাজিরার।
বুধবার (২৩ জুন) ইরানের একটি গণমাধ্যম নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে এটা কী ধরনের আক্রমণ ছিল সংবাদে সেটা বলা হয়নি।
তবে ইসলামিক রেভুলশনারি গার্ড কপর্সের সঙ্গে সম্পৃক্ত একটি সামাজিক যোগাযোগ চ্যানেলে বলা হয়েছে, একটি ড্রোন ইরানের ওই ভবনে আক্রমণের চেষ্টা করে। আরেকটি রিপোর্টে বলা হয়েছে, হামলা চেষ্টা ঘটনায় কোনো প্রাণহানী কিংবা সম্পদের ক্ষয়-ক্ষতি হয়নি।
ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে ঘনিষ্ঠ নোরনিউজের খবরে বলা হয়েছে, ভবনে কোনো ক্ষতি করার আগেই হামলা প্রতিহত করা হয়েছে। আক্রমণকারীদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।
ইরানের ইংরেজি প্রেস টিভির খবরে বলা হয়েছে, বুধবার দিনের শুরুতেই ওই আক্রমণের চেষ্টা হয়। তবে এতে কোনো ক্ষতি হয়নি।
এর আগে, ২০২০ ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে অগ্নিকাণ্ড ও একই বছর ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে রাজধানী তেহরানের সড়কে বন্দুকধারীদের হত্যার জন্য ইসরাইলের হাত রয়েছে বলে মনে করেন ইরানের শীর্ষ কর্মকর্তারা।
/জেআর/