মূল পাতা আন্তর্জাতিক মসজিদুল আকসায় মুসল্লিদের ওপর হামলায় আহত ৫
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 18 June, 2021 11:36 PM
পবিত্র মসজিদুল আকসায় মুসল্লিদের ওপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হামলায় সাংবাদিকসহ পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুন) জুমার নামাজের পর মুসল্লিদের আয়োজিত বিক্ষোভে ইসরাইলি বাহিনী হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে। এর উগ্র ইহুদিরা ১৯৬৭ সালের ইসরাইলি বাহিনীর জেরুসালেম দখল স্মরণে পতাকা মিছিল বের করলে উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদে বিক্ষোভ করেন মুসল্লিরা।
হামলায় আহত অপর দুই সাংবাদিক ব্রিটেনভিত্তিক ফিলিস্তিনি সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের দুই নারী।
মিডল ইস্ট আই জানায়, মসজিদুল আকসা চত্ত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে তাদের এক সাংবাদিক লতিফা আবদুল লতিফ পায়ে রাবার মোড়ানো ধাতব বুলেটবিদ্ধ হয়েছেন। অপর সাংবাদিক সুনদুস ইউইসও একই সাথে আহত হন।
এদিকে শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের বেইতা শহরে ফিলিস্তিনিদের এক বিক্ষোভে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন।
বেইতার পাশেই সাবিহ পাহাড়ে ফিলিস্তিনিদের কৃষিজমিতে অবৈধ ইসরাইলি বসতি নির্মাণের প্রতিবাদে তারা এই বিক্ষোভের আয়োজন করেন।
/জেআর/