| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি আজ থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট


আজ থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     08 June, 2021     12:25 PM    


করোনার কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে কাটা যাবে ট্রেনের টিকিট।

মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টায় দেশের সব স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি আবার উন্মুক্ত করে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, করোনার ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক আসনে ট্রেন চলাচল করছে। এসব ট্রেনের টিকিট একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে। ট্রেনের মূল আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট মোবাইল অ্যাপস্ এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি করা হচ্ছে।

এর আগে, করোনার সংক্রমণ বাড়ার কারণে গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে। এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়। পরে গত ২৩ মে সরকারের নির্দেশনা মোতাবেক ২৪ মে থেকে সরকার কর্তৃক বিদ্যমান আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।