| |
               

মূল পাতা মুসলিম ঐতিহ্য ছবির গল্প : তুরস্কের আয়া সোফিয়ার ১৫১ বছর আগের ছবি


ছবির গল্প : তুরস্কের আয়া সোফিয়ার ১৫১ বছর আগের ছবি


মুহাইমিনুল ইসলাম অন্তিক     07 June, 2021     03:22 PM    


তুরস্কের আয়া সোফিয়ার এই ছবিটি ১৮৭০ সালে তোলা। ছবিটি তোলেন তিন ভাইয়ের একটি দল, যারা ‘আবদুল্লাহ ব্রাদার্স’ নামে তৎকালীন উসমানী সাম্রাজ্যে বেশ পরিচিত ও জনপ্রিয় ছিলেন।

সুলতান আব্দুল আজিজ (উসমানী সাম্রাজ্যের ৩২তম সুলতান) তাদের তোলা বিভিন্ন ছবি দেখে এতটাই মুগ্ধ হন যে, তাদেরকে রাজসভার অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবেই নিযুক্ত করেছিলেন।