রহমতটোয়েন্টিফোর ডেস্ক 02 June, 2021 03:32 PM
ফোনের ব্যাটারি ঘনঘন চার্জে দেয়া ও চার্জ বন্ধ করলে কি ব্যাটারির ক্ষতি হয়?
প্রশ্নটা করেছেন ‘কি’ দিয়ে। সাধারণত এককথার উত্তরের প্রয়োজন যেগুলো ‘হ্যাঁ-না’ হিসেবে দেওয়া যায় সেখানে ‘কি’ ব্যবহৃত হয়, আর কিছুটা বিশ্লেষণ করার মতো প্রশ্নে ‘কী’ ব্যবহৃত হয়।
এ প্রশ্নের এক কথার উত্তর - ‘না’, তবে এখানেই শেষ নয়…
ব্যাটারির ক্ষতির আগে চার্জার পোর্টের বারোটা বেজে যায়। ঢিলে হয়ে যায়, পরবর্তীতে চার্জিং-এর ফিমেল পোর্ট পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।
ব্যাটারির ক্ষতি হয় যখন অতিরিক্ত চার্জ হয় কিংবা চার্জ ডেপথ্ অপ ডিসচার্জ সাইকেলের নিচে থাকে। মোবাইলের ব্যাটারির ক্ষেত্রে ৮০% এর বেশি চার্জ ব্যবহার করতে হয় না। এজন্য পাওয়ার সেভিং মোড চালু রাখতে পারেন। তাহলে ২০% চার্জ অবশিষ্ট থাকলে আপনাকে জানিয়ে দেবে যে এখন তার চার্জ হওয়া প্রয়োজন।
আর বর্তমানে বেশ আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়, তাই অতিরিক্ত চার্জ হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সূত্র : quora.com