| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি পেঁয়াজ: কেজিতে বেড়েছে ২৫ টাকা


পেঁয়াজ: কেজিতে বেড়েছে ২৫ টাকা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     02 June, 2021     01:07 PM    


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আসছে না। কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০-২৫ টাকা। আমদানি না হওয়ায় গত ১৫ দিনে পেঁয়াজের এ দাম বেড়েছে।

বুধবার (০২ জুন) সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আমদানি বন্ধ থাকায় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ৭ দিনের মধ্যে পেঁয়াজের কেজি ১০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন বাজারে ভোক্তাদের কাছে খুচরা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা কেজি দরে।

গত ৩০ এপ্রিলের পর আর ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে। বাজার স্থিতিশীল করতে হলে দ্রুত পেঁয়াজ আমদানি শুরু করতে হবে। আমদানি না হলে সাধারণ মানুষ বিপাকে পড়বেন বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতারা।