মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 31 May, 2021 02:16 PM
অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ওয়াশিংটনে বিশাল বিক্ষোভ-সমাবেশ হয়েছে। ওয়াশিংটনের ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার মানুষ অংশ নেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। এ সময় তারা ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে এক হয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
দখলদার ইসরাইল ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরে বোমা হামলায় শতাধিক আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়ে যে যুদ্ধাপরাধ করেছে, এ ব্যাপারে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয় বিক্ষোভ থেকে।
ইসরাইলের বিরুদ্ধে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি) নামে একটি সংগঠন। এএমপির নির্বাহী পরিচালক ওসামা আবু ইরশাইদ মার্কিন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ইসরাইলের নোংরা চেহারা, দখলদারিত্ব, অবৈধ কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধ ঢাকতে আপনাদের নির্লজ্জ সমর্থন বন্ধ করার দাবিতে লাখো মার্কিনি আজ এ বিক্ষোভ সমাবেশে শামিল হয়েছেন।